নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০ (বিশ) জন ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করা হয়। নিবন্ধনের সময় সমবায় সমিতির উপ-আইন ও পরবর্তীতে উপ-আইন সংশোধনী নিবন্ধন করা হয়। সরকারি কর্মসূচীর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০ (তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়। দারিদ্র বিমোচনের লক্ষ্যে সেচ্ছায় বা সরকারি কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতির নিবন্ধনের জন্য ৩০০০ (তিন হাজার) টাকা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১ (এক কোটি) টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ২০০০০ (বিশ হাজার) টাকা পরিশোধিত মূল ধন থাকতে হয়। ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিষ্পত্তি, অবসায়ন, কার্যক্রম সম্পাদন করা হয়। প্রশিক্ষণঃ- প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সমবায় একাডেমি ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস