Wellcome to National Portal

বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পূর্বধলা উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
বিস্তারিত

50 তম জাতীয় সমবায় দিবস উদযাপন

     “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” বিষয়কে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যয় নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলায় স্বাস্থবিধি মেনে সমবায়ীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ১১.০০ টায় জাতীয় ও সমবায় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে স্বাস্থ্যবিধি মেনে এক সমবায় র‌্যালী পরবর্তী আলোচনা সভার জন্য উপজেলা পরিষদ মিলনায়তন, পূর্বধলায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে কুলসুম মহোদয়ের সভাপতিত্বে জনাব রফিকুল ইসলাম সবুজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে উপজেলা সমবায় অফিসার, জনাব তরুলতা সাহা স্বাগত বক্তব্য প্রদান করেন । এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে কুলসুম মহোদয় বক্তব্য রাখেন এবং ২০২০ সালের শ্রেষ্ঠ সমবায় সমিতি সমূহের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
23/11/2021